Type Here to Get Search Results !

কবিতা (এ কেমন দিবস! ) Happy Teachers' day

Learns CBSE 3

Happy Teaches' day



কবিতা:

এ কেমন দিবস !

     এম, সালাহউদ্দিন

রঙ বেরঙের হোল্ডার আর পোষ্টার
বসানো আছে স্কুল, কোচিং,টিউশন,আর কলেজে
পড়তে তো আমি জানিনা
দুঃখ করি কেনই বা পড়িনি স্কুলে?

আঁখি থেকে বারি ঝরে
মন করে আনচান।
সেদিন সাঁঝে দেখিনু আমি
নাচ-গান আর অপসংস্কৃতির ছত্রছায়া
যেখানে শিক্ষকরা মঞ্চের নীচে
শিক্ষার্থীদের কীর্তি দেখে রুমাল দেয় মুখে।

চলছে সেই দিবসে মন মাতানো সিনেমার গান
আর তাতেই দুলছে শিক্ষার্থীরা
এযেন শিক্ষক দিবসের পোষ্টার
আর এই অপসংস্কৃতির নাচগান নাকি
শিক্ষক দিবসের মূল বিষয়।

আমিতো স্কুলে পড়িনি
তবুও জীবনের শেষ মুহূর্তে এসে
চোখের জলের সাথে একটু হাসি পেল
ডিজিটালে সবই সম্ভব এই যুগে।

আমি নিরক্ষর হতে পারি
কিন্তু সংস্কৃতির ঞ্জানে বলীয়ান
আমি চাই এই দিনে বন্ধ হোক অপসংস্কৃতি অনুষ্ঠান।

সারাবছর গালি দিয়ে, ইট ছুড়ে 
বড়ো বড়ো কথা বলে, অপমান করে
৫ই সেপ্টেম্বর বরন করি শিক্ষককে।

এ কেমন দিবস?
আমি একজন বয়স্ক নাগরিক হিসেবে বলব
প্রতিটি দিন যেন হয় 
শিক্ষক দিবস, শিক্ষকের সম্মানের দিবস।














 The photo painted by susmita chatergy




Photos click by M.salahuddin

Post a Comment

3 Comments

Show ad in Posts/Pages