বাঙালির হৃদয় অনেক অপেক্ষা করে থাকে দূর্গা পূজার এই চার পাঁচটা দিনের জন্য। বিজয়া দশমীর দিনে কারো চোখে পানি নেমে আসে, আবারো কেউ আনন্দে আত্মহারা হয়ে যায়। দুটোই মিশে থাকে এই আনন্দে মাঝে। বাঙালিরা আনন্দ প্রিয় মানুষ তারা আনন্দ ভাগাভাগি করতে খুব ভালোবাসে, এই উৎসব বিশেষ করে বাঙালিদের মধ্যেই বেশী লক্ষ্য করা যায়। এই দূর্গাৎসব ভারতবর্ষের পশ্চিমবঙ্গ,এবং ত্রিপুরায় জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। এই উৎসব ভারতের আরো বেশ কয়েকটি রাজ্যে অনুষ্ঠিত হয়, তাছাড়া বাংলাদেশ, নেপাল সহ যেখানেই বাঙালির উপস্থিতি সেখানেই হয় দূর্গা পূজা। আমরা চেষ্টা করেছি সামশেরগঞ্জ, ফারাক্কা সহ মালদা এবং আরো কিছু জায়গার মন্ডপের ছবি তুলে ধরা জন্য।
ধুলিয়ানের কয়েকটি মন্ডপের ছবি
Goruhat new bosti
Kanchantala Ghospara
Goruhat dokkin para
Galaxy group