Type Here to Get Search Results !

কেমন কাটছে ঈদ

Learns CBSE 0

"ঈদুল আযহা বা কুরবানী ঈদ কেমন কাটলো"

  Captured by ASFAK ANSARY at LALPUR EIDGAH
বিশ্ব মুসলমানদের কাছে ঈদ মানেই হল অন্তরের সকল বেদনা থেকে মুক্তি, ঈদ মানেই মনের আনন্দের বহিঃপ্রকাশ, কিন্তু সকলে তা করতে পারেনা। করো কাছে এই ঈদ মানে চোখের জলে ভেসে ওঠা বেদনাময় দুঃখ,কারো কাছে ঈদ মানে জীবনের অজানা একটি দিন। যদি ও ঈদ কথাটির আক্ষরিক অর্থ হল "বারবার ফিরে আসা" এবং আরেকটি অর্থ হল "খুশি ,আনন্দ" ।
Captured by ROFIKUL SK at SULITALA EIDGAH
কিন্তু কেন কেউ ঈদের দিনে চোখের জল মুছে, আবার কেউ আনন্দে আত্মহারা হয়? প্রশ্ন গুলো অবাস্তব মনে হলেও আজ তা বাস্তবে পরিণত হয়েছে। আজ বিশ্ব ভরে গেছে বেহায়াপনা, অশ্লীলতা, সন্ত্রাস, অপসংস্কৃতি সহ সমাজ সর্বনাশা কিছু ব্যাধিতে। বিশ্বকে কব্জা করে রেখেছে কিছু সাম্প্রদায়িক শক্তি যার ভিত্তি মানবতার থেকে অনেক দুর্বল।
Captured by ASFAK ANSARY at LALPUR
আজ পবিত্র ঈদের দিনে আমরা যখন ঈদের নামাজে মশগুল, ঠিক সেই মুহূর্তে হয়ত মায়ানমারের মুসলমানরা কোনো নিহত ভাইয়ের জানাযার নামাযে ক্রন্দনরত, কিংবা ভারতের কোনো বন্যা প্রবণ রাজ্যের ভায়েরা হয়ত বন‍্যার কবলে পড়ে অনাহারে কাঁদছে । আজ এই দিনে আমরা কোটি কোটি জন্তু জবাহ করলাম কিন্তু আমাদের অন্তরের জন্তুটাকে কি জবাহ করতে পারলাম সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আল্লাহ তায়ালা পবিত্র কোরআন এ বলেন " তোমাদের কুরবানী করা জন্তুর রক্ত, মাংস আমার কাছে পৌঁছায় না পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া "।
আজ ও পৃথিবীতে অনাহারে মানুষের সংখ্যা বেড়েই চলেছে , অন্যদিকে ডাষ্টবিন গুলো ভর্তি হচ্ছে খাবারে,এটা নাকি সভ্য সমাজের আধুনিকতা। আমাদের কুরবানীকৃত জন্তুর মাংস অপচয় না করে গরিব, মিসকিন, সহ আত্মীয়-স্বজনদের সাথে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এই আশা ব্যক্ত করব।
Captured by ROFIKUL SK at SULITALA EIDGAH

ধন্যবাদান্তে- এম,সালাহউদ্দিন

Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages