Type Here to Get Search Results !

ঈদের দিনে ভ্রমণ (Journey at the EID day)

Learns CBSE 0

26/06/2017; হাজার হাজার ব‍্যস্ততার মাঝে মানুষ নামক যন্ত্রটি চায় একটুখানি আনন্দ। আমরা প্রতিদিনের কাজের গন্ডিতে আবদ্ধ হয়ে ভুলেগেছি আমাদের বিবেকের বিনোদন। আর কখনো আবার আমরা বিনোদনের কাছে গেলে সেখানে পাই নগ্নতার ছায়া,নষ্ট হয় হাজার হাজার প্রাণ। আমরা বন্ধুরা মিলে ঈদের দিনে দিক-বিদিকে ভ্রমণ করতে করতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। ভ্রমণ করতে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করলাম, যা আগে কল্পনাও করতে পারিনি। ভ্রমনের সময় রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা এক নতুন দৃশ‍্য দেখলাম যা এতদিন টেলিভিশনের পর্দায় দেখেছিলাম, দেখলাম কয়েকটা পুলিশ একটা বছর উনিশের ছেলেকে রাস্তার ধারে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ছবিটি শেয়ার করতাম কিন্তু ছবি তুলতে বারন করা হল। সত‍্যি পুলিশের এদিন সক্রিয়তা নিয়ে কিছুটা গর্ব করছিলাম। শুধু যে কোমরে দড়ি বাঁধার ঘটনা তা নয় যেখানে যে মূহুর্তে গন্ডগোল সেখানেই হাজির পুলিশ,BSF রাস্তায় রাস্তায় নিরাপত্তা। যদি এই জায়গার মতো ভারতের কোনায় কোনায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে ভারতের নাগরিক হিসেবে ভারতে থেকে অন‍্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে আমাদের কোনো ভাবতে হবেনা,আখলাখ,ভেমুলা,কানাইয়া,নাজিব,পেহেলু দের সমস‍্যার সমাধান হয়ে যেত।
ধন‍্যবাদ -- এম, সালাহউদ্দিন।
























Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages