ঈদ মুবারক
26/06/2017; "ঈদ" এই নামটি শুনলেই যেন ছোট-বড়, কচি-বুড়ো, ধনী-গরিব, আমীর-ফকির সবাই মিলে আনন্দে দোলে। আনন্দে সবাই দোল খাবেই তো "ঈদ"শব্দটির অর্থই তো হল "আনন্দ", আবার এই খুশির ঈদ বারবার ফিরে আসে বলে "ঈদ" এর আরেকটি অর্থ হলো "বারবার ফিরে আসা"। সত্যি আল্লাহ তায়ালা আমাদের জন্য ঈদ টাকে কত সুন্দর একটা মুহূর্ত তৈরি করেছেন, এই দিন আমরা কে ধনী, কে গরিব, সে কথা ভুলে যায়। আপনরা যে ছবিগুলো দেখছেন এগুলো বিশাল গ্রাম রতনপুর ঈদগাহের, এই বিশাল ঈদগাহ ময়দানে লোকের অত্যাধিক চাপের জন্য ঈদের নামাজ দুই বারে আদায় করতে হয়, হাজার হাজার মানুষের সমাগম হয় এই ঈদগাহে। এই দিন যেমন আমরা ধনী-গরিবের মধ্যে পার্থক্য করিনা বরং তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে কেন অন্য দিন গুলো আমরা কেউ কেউ গরিবদের দেখলেই চোখ দিয়ে আগুন বের করে ফেলি। আমাদের প্রতিটি দিন অতিবাহিত হোক ঈদের মতো করে।
⬆⬆⬆⬆⬆⬆⬆ রতনপুর ঈদগাহ ময়দান⬆⬆⬆⬆⬆⬆
⏫⏫⬆⬆⬆⬆⬆ লালপুর ঈদগাহ ময়দান ⬆⬆⬆⬆⬆⏫⏫
⏫⏫⬆⬆ গাজি নগর ঈদগাহ ময়দান ⬆⬆⏫⏫