Type Here to Get Search Results !

SUMMER SCHOOL ORGANIZED BY SIO SAMSERGANJ BLOCK

24/05/2017,SUMMER SCHOOL ORGANIZED BY SIO SAMSERGANJ BLOCK: শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এ কথা আমরা সবাই জানি কিন্তু আমরা কি কখনো এই কচিকাচা,মুক্ত মনের এই শিক্ষার্থীদের জন‍্য ভেবেছি , ওদের জন্য কি কখনো কোনো পরিকল্পনা গ্রহন করেছি, না আমরা ওদের জন্য কিছু​ই ভাবিনি। আমরা না ভাবতে পারি কিন্তু দায়িত্ববান সংগঠন Sio এই শিক্ষার্থীদের জন‍্য প্রতি বছর ভাবে, পরিকল্পনা গ্রহন করে, তাই প্রতি বছরের ন্যায় এ বছরও Sio Samserganj block এর পক্ষ থেকে আয়োজিত হল Summer's school এর। উক্ত school এর শেষে যেসব শিক্ষার্থীরা পরিক্ষায় ভালো ফল করেছিল তাদেরকে​ পুরস্কৃত করা হয়েছিল। সামার স্কুলে উপস্থিত ছিলেন sio-র মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি জনাব সাদিকুর রহমান সাহেব, উপস্থিত ছিলেন sio-র মুর্শিদাবাদ জেলার কিশোর অঙ্গন সেক্রেটারি সহ ব্লক সভাপতি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।












                                1st prize
                               2nd prize
                                3rd prize

Post a Comment

0 Comments