24/05/2017,SUMMER SCHOOL ORGANIZED BY SIO SAMSERGANJ BLOCK: শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এ কথা আমরা সবাই জানি কিন্তু আমরা কি কখনো এই কচিকাচা,মুক্ত মনের এই শিক্ষার্থীদের জন্য ভেবেছি , ওদের জন্য কি কখনো কোনো পরিকল্পনা গ্রহন করেছি, না আমরা ওদের জন্য কিছুই ভাবিনি। আমরা না ভাবতে পারি কিন্তু দায়িত্ববান সংগঠন Sio এই শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ভাবে, পরিকল্পনা গ্রহন করে, তাই প্রতি বছরের ন্যায় এ বছরও Sio Samserganj block এর পক্ষ থেকে আয়োজিত হল Summer's school এর। উক্ত school এর শেষে যেসব শিক্ষার্থীরা পরিক্ষায় ভালো ফল করেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। সামার স্কুলে উপস্থিত ছিলেন sio-র মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি জনাব সাদিকুর রহমান সাহেব, উপস্থিত ছিলেন sio-র মুর্শিদাবাদ জেলার কিশোর অঙ্গন সেক্রেটারি সহ ব্লক সভাপতি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
1st prize
2nd prize
3rd prize
1st prize
2nd prize
3rd prize